বিজনেস আওয়ার প্রতিবেদক: শর্ত সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের নির্ধারিত ভাড়ায় গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৯ আগস্ট) সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।
এর আগে ১ জুন থেকে করোনার কারণে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। প্রতিটি বাস–মিনিবাসের অর্ধেক আসন ফাঁকা রেখে পরিবহন চালানোর সিদ্ধান্ত দিয়েছিল বিআরটিএ। তবে কোনো পরিবহনেই স্বাস্থ্যবিধি তেমন মানা হচ্ছে না। এমন পরিস্থিতি আগের ভাড়ায় গণপরিবহন চালানোর ঘোষণা এলো।
বিজনেস আওয়ার/২৯ আগস্ট, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: