বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর মহাখালী রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মুক্তার হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষার নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত মুক্তার হোসেনের বন্ধু সাব্বির আহমেদ শিমুল মিয়া জানান, মুক্তার ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে চাকরি করতেন। রাতে ডিউটি শেষে বাসায় ফেরার সময় ট্রেন লাইন ওপর দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়। পরে আমি খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, মুক্তার কড়াইল বস্তি এলাকায় থাকত। তার বাড়ি শেরপুর জেলার সদর থানার পাঞ্জরডাঙ্গা গ্রামের চানমিয়ার ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি।
বিজনেস আওয়ার/২ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ