বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ২০২২-ডিসেম্বর ২০২২ সাল) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
জানা যায়, কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৮৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ দশমিক ৮৫ টাকা। এককভাবে ইপিএস হয়েছে ৮৫ পয়সা। গত বছর একই সময়ে ছিল ১২ দশমিক ৯১ টাকা।
অপরদিকে দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই ২০২২-ডিসেম্বর ২০২২ সাল) কোম্পানির ইপিএস হয়েছে ৯ দশমিক ৮৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১১ দশমিক ৮৪ টাকা। এককভাবে ইপিএস হয়েছে ২ দশমিক ৭০ টাকা। গত বছর একই সময়ে ছিল ১৫ দশমিক ২৩ টাকা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ দশমিক ২৩ টাকা।
বিজনেস আওয়ার/৬ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড