বিজনেস আওয়ার প্রতিবেদক : হাজার হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে নতুন প্রজন্মের ব্যাংকগুলোর উপরে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের কোন আস্থা নেই। যা ব্যাংকের প্রতি নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই অনাস্থা তৈরী করেছে। যে কারনে তারা নিজস্ব ব্যাংকের শেয়ারেও বিনিয়োগে অনাগ্রহি। এই অবস্থায় সাধারন বিনিয়োগকারীদের কাছে শেয়ার ধরিয়ে দিতে চাচ্ছে মিডল্যান্ড ব্যাংক কর্তৃপক্ষ।
শেয়ারবাজারে পাবলিক ইস্যু রুলসে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ১৫% শেয়ার আইপিওতে আসতে চাওয়া কোম্পানির কর্মকর্তা-কর্মচারী বা অন্যকোন ব্যক্তির মাঝে ইস্যু করার সুযোগ দেওয়া হয়েছে। আইপিওতে সংশ্লিষ্ট কোম্পানির পছন্দের ব্যক্তিদের সুবিধা দিতে এমন বিধান রাখা হয়েছে। কিন্তু অন্যসব খাতের কোম্পানির শেয়ারে সবাই এই সুযোগ নিতে চাইলেও ব্যাংকের ক্ষেত্রে কেউ নিতে চায় না। যা মিডল্যান্ড ব্যাংকের ক্ষেত্রেও ঘটেছে।
![](https://businesshour24.com/wp-content/uploads/2023/02/Screenshot_3.jpg)
আরও পড়ুন…….
ইউনিয়ন-গ্লোবালে বিনিয়োগকারীরা হারিয়েছে ৭২ কোটি টাকা, পাইপলাইনে মিডল্যান্ড ব্যাংক
মিডল্যান্ড ব্যাংক শেয়ারবাজারে প্রতিটি ১০ টাকা মূল্যে ৭ কোটি শেয়ার ইস্যু করে ৭০ কোটি টাকা উত্তোলন করার অনুমোদন দেওয়া হয়েছে। যা উত্তোলনে আইপিও আবেদন শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
আইপিওর বিধান অনুযায়ি, ব্যাংকটির ৭০ কোটির মধ্যে ১৫% হারে সাড়ে ১০ কোটি টাকার শেয়ার ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী বা পছন্দের ব্যক্তিদের মাঝে ইস্যু করার সুযোগ আছে। কিন্তু ব্যাংকটির ওই কোটার অর্ধেক শেয়ারও কেনার জন্য নিজস্ব কর্মকর্তা-কর্মচারী বা পছন্দের অন্যকোন ব্যক্তি সাড়া দেয়নি।
মিডল্যান্ড ব্যাংক সূত্রে জানা গেছে, আইপিওর ৫০ লাখ শেয়ার বা ৫ কোটি টাকার শেয়ার কর্মচারীদের মাঝে ইস্যু করা হবে। যা আইপিওর ৭.১৪%। অন্যভাবে বললে কোটার অর্ধেকও না।
![](https://businesshour24.com/wp-content/uploads/2023/02/Screenshot_1-1.jpg)
অনাস্থার খাতের মিডল্যান্ড ব্যাংক থেকে সবচেয়ে বেশি শেয়ার ইস্যু করা হবে সাধারন বিনিয়োগকারীদের মাঝে। ব্যাংকটির আইপিওর ৭ কোটি শেয়ারের মধ্যে ৪ কোটি ৫৫ লাখ শেয়ার বা ৪৫ কোটি ৫০ লাখ টাকার বা ৬৫% শেয়ার ইস্যু করতে চায়। তবে সাধারন বিনিয়োগকারীরা এই শেয়ার নিতে বাধ্য না। তারা চাইলেই আইপিওতে আবেদন না করে প্রত্যাখান করতে পারবে। এতে করে গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের মতো লোকসানের পরেও টাকা আটকে থাকার হাত থেকে রক্ষা পাবে।
বিজনেস আওয়ার/০৮ ফেব্রুয়ারি, ২০২৩/আরএ