বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজস্ব সরকারি কোষাগারে জমা না দিয়ে কৌশলে আত্মসাৎ করেছে এমন অভিযোগে সহকারী কর কমিশনারসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে এ চার্জশিটের অনুমোদন দেওয়া হয়। বুধবার দুদক সূত্রে তথ্য জানা গেছে।
চার্জশিটের আসামিরা হলেন- রংপুর কর অঞ্চল সার্কেল-৮–এর প্রধান সহকারী আবদুল মজিদ, কম্পিউটার অপারেটর মো. ওবাইদুর রহমান, আইনজীবীর সহকারী আশিক ও রংপুর কর অঞ্চলের সহকারী কর কমিশনার গোবিন্দ চন্দ্র দাস।
তদন্ত প্রতিবেদনে সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে রাজস্বের অর্থ আত্মসাৎ করে। করদাতাদের ৮টি পে-অর্ডারের মাধ্যমে পরিশোধিত ২৬ লাখ ৬২ হাজার ১১৮ টাকা সরকার নির্ধারিত কোডে জমা না করে দিনাজপুর উপ-কর কমিশনারের কার্যালয়ের সার্কেল-৮ এর কর্মচারীদের বেতন ভাতা প্রদানের হিসাবে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে জমা করে। এরপর তিনটি চেকের মাধ্যমে ১৫ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করে অভিযুক্ত আসামিরা। ফলে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশীট অনুমোদন দেওয়া হয়। উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম মামলাটি তদন্ত করেন।
বিজনেস আওয়ার/৮ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড