বিজনেস আওয়ার প্রতিবেদক : আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে শেয়ারবাজারের গতিশীলতার লক্ষে লভ্যাংশের উপর কর প্রত্যাহার দাবি জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। একই সাথে অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ রাখার দাবি রাখেন।
গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে অনুষ্ঠিত প্রাক-বাজেট (২০২৩-২০২৪ অর্থবছর) আলোচনায় বিএমবিএর সভাপতি মো. ছায়েদুর রহমান এসব দাবি তুলে ধরেন। পরে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে লিখিত আকারে দাবিগুলো জমা দেন।
বিএমবিএর দেওয়া ওই দাবিগুলোর মধ্যে রয়েছে- তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য ১৫ শতাংশ করা, মার্চেন্ট ব্যাংকগুলো করপোরেট করহার ২৫ শতাংশ রাখা, শেয়ারবাজারের গতিশীলতার লক্ষে লভ্যাংশের উপর কর প্রত্যাহার এবং তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট হার ১০ শতাংশ করা। এছাড়া অপ্রদর্শিত আয় ৫ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আরও এক বছর সুযোগ দাবি বিএমবিএর।
বিজনেস আওয়ার/১৩ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড