বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৬টির বা ১৭.৮৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে এপেক্স স্পিনিং ও নিটিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের এপেক্স স্পিনিং ও নিটিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৬.১০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১২৬.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০.৭০ টাকা বা ৯.২২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এপেক্স স্পিনিং ও নিটিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এপেক্স ফুটওয়্যারের ৮.৭৫ শতাংশ, এডিএন টেলিকমের ৮.০৪ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৬.৪০ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৫.৫১ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৯০ শতাংশ, আমরা নেটওয়ার্কে ৪.৭৪ শতাংশ, জেমিনি সি ফুডের ৪.৬৮ শতাংশ, ওয়াইমেক্স ইলেকট্রোডের ৪.৪৩ শতাংশ এবং বসুন্ধরা পেপারের ৪.০৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
বিজনেস আওয়ার/১৩ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ