বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ সোমবার (৩১ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত বাংলো উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশে কোনো নির্বাচন এলেই বিএনপি তারস্বরে চিৎকার শুরু করে, তারা নির্বাচনে হারার আগেই হেরে যায়। যারা আন্দোলনে পরাজিত হয়, নির্বাচনেও তারা পরাজিত হয়। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হওয়ায় জনগণ যাদের বার বার প্রত্যাখ্যান করে, তাদের মুখে এমন কথা শোভা পায় না।
এ সরকারের জনসমর্থন নেই- বিএনপি মহাসচিবের এমন মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন আছে কি নেই, তার মানদণ্ড কী? সে অভিন্ন মাপকাঠিতে বিএনপি কী জনসমর্থন মেপে দেখেছে? নির্বাচন যদি মানদণ্ড হয়, সে ক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।
বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২০/এ