মোহাম্মদ আনিসুজ্জামান : শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য মিডল্যান্ড ব্যাংক প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের শুরু হবে আগামী বৃহস্পতিবার। আবেদন চলবে ২৩ ফেব্রুয়ারি পষর্ন্ত। কিন্তু মিডল্যান্ডের শেয়ার তাদের কর্মকর্তা-কর্মচারী বা পছন্দের ব্যক্তিদের ইস্যুর কোটায় নেই তেমন সাড়া।
মিডল্যান্ড ব্যাংক শেয়ারবাজারে ৭ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৭০ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে ব্যাংকটি। উত্তোলন করা অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খাতে ব্যয় করবে।
আইপিওর বিধান অনুযায়ি, ব্যাংকটির ৭০ কোটির মধ্যে ১৫ শতাংশ হারে সাড়ে ১০ কোটি টাকার শেয়ার ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী বা পছন্দের ব্যক্তিদের মাঝে ইস্যু করার সুযোগ রয়েছে। কিন্তু ব্যাংকটির ওই কোটার অর্ধেক শেয়ার কেনার জন্য নিজস্ব কর্মকর্তা-কর্মচারী বা পছন্দের অন্যকোন ব্যক্তি সাড়া দেয়নি।
শেয়ারবাজারে বিনিয়োগে অনাগ্রহী, অর্থ উত্তোলনে আগ্রহী
এদিকে মিডল্যান্ড ব্যাংকে আগামীকাল থেকে আইপিও আবেদন শুরু। এখন এই ব্যাংকে আইপিও আবেদনে বিনিয়োগকারীরা কেমন সাড়া দিবে, তাই দেখার বাকী বলে জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা।
তারা বলেন, গত কয়েক বছর বেশকিছু ব্যাংক বিএসইসি অনুমোদন দিয়েছে। যার অধিকাংশ মানহীন এবং প্রশ্নবিদ্ধ। অভিযোগ রয়েছে নানা ধরনের অনিয়মের। শেয়ারবাজারের এসে অনেক ব্যাংক ভাল না হয়ে খারাপের দিকে ঝুঁকেছে বেশি। বর্তমান শেয়ার দরও তলানিতে। অনেকের শেয়ার দর ফেসভ্যালুর নিচে। তাই ভবিয্যতে আইপিও অনুমোদন ক্ষেত্রে বিএসইসি আরও দ্বায়িতশীল ও সতর্ক হবে বলেও আশা প্রকাশ করেন বিশ্লেষকরা।
মিডল্যান্ডের কর্মচারীদেরই ব্যাংকটির শেয়ারে আগ্রহ নেই : ইস্যু করতে চায় বিনিয়োগকারীদের কাছে
এদিকে কোম্পানিটির ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৪ টাকা। সর্বশেষ বছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) দশমিক ৯০ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে ইপিএস হয়েছে ১ দশমিক শূন্য ৭ টাকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২১ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট ।
বিজনেস আওয়ার/১৫ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড