ঢাকা , মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাকাউন্টিং পেশার উন্নয়নে সহযোগিতার আশ্বাস

  • পোস্ট হয়েছে : ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • 36

বিজনেস আওয়ার প্রতিবেদক : দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মো. আবদুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

আইসিএমএবির প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকাণ্ড এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয় ও বিএসইসির নির্দেশনা মোতাবেক সকল তালিকাভুক্ত কোম্পানিতে বাধ্যতামূলক কস্ট অডিট করার বিধানটি বাস্তবায়ন ও ইনডিপেন্ডেট পরিচালক পদে আইসিএমএবির সদস্যদের নিয়োগের অনুরোধ করেন।

এসময় শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার প্রশংসা করে। পাশাপাশি অ্যাকাউন্টিং পেশার সার্বিক উন্নয়নে যথাযথ সহযোগিতার আশ্বাসও দেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট আরিফ খান, মোহাম্মদ সেলিম, ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, সেক্রেটারী মো. কাউসার আহমেদ, ট্রেজারার মো. আখতারুজ্জামান, কাউন্সিল মেম্বার এস এম জহির উদ্দিন হায়দার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নির্বাহী পরিচালক মির্জা মোস্তফা ওয়ালিদ প্রমুখ।

বিজনেস আওয়ার/১৫ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অ্যাকাউন্টিং পেশার উন্নয়নে সহযোগিতার আশ্বাস

পোস্ট হয়েছে : ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মো. আবদুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

আইসিএমএবির প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকাণ্ড এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয় ও বিএসইসির নির্দেশনা মোতাবেক সকল তালিকাভুক্ত কোম্পানিতে বাধ্যতামূলক কস্ট অডিট করার বিধানটি বাস্তবায়ন ও ইনডিপেন্ডেট পরিচালক পদে আইসিএমএবির সদস্যদের নিয়োগের অনুরোধ করেন।

এসময় শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার প্রশংসা করে। পাশাপাশি অ্যাকাউন্টিং পেশার সার্বিক উন্নয়নে যথাযথ সহযোগিতার আশ্বাসও দেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট আরিফ খান, মোহাম্মদ সেলিম, ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, সেক্রেটারী মো. কাউসার আহমেদ, ট্রেজারার মো. আখতারুজ্জামান, কাউন্সিল মেম্বার এস এম জহির উদ্দিন হায়দার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নির্বাহী পরিচালক মির্জা মোস্তফা ওয়ালিদ প্রমুখ।

বিজনেস আওয়ার/১৫ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: