ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অপশক্তি রুখে জনগণকে সঙ্গে নিয়ে আ.লীগ শান্তি সমাবেশ করছে

  • পোস্ট হয়েছে : ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • 70

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের চিহ্নিত অপশক্তির অপচেষ্টা রুখে দিতেই জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেটি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টারই অংশ। চিহ্নিত একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। আবারো সেই ২০১৩-১৪ সালের মতো অগ্নিসন্ত্রাস করতে চায়। তাই বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো অপচেষ্টাকে অবশ্যই প্রতিহত করবে।’

বিএনপি’র পদযাত্রা কর্মসূচির বিরুদ্ধে এটি পাল্টা কর্মসূচি নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে পাল্টাপাল্টি কোনো কিছু নেই। আমরা সরকারে যেমন আছি জনগণের সঙ্গেও আমরা মাঠেও থাকবো।’

এর আগে ডা. দীপু মনি চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনমির্লনীর আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে চাঁদপুর স্টেডিয়ামে আসেন।

এসময় অন্যদের মধ্যে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাশ, সদস্য সচিব পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল,বুয়েটের ভিসি সত্য প্রসাদ মজুমদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন, নির্বাচন কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

দুইদিনব্যাপী কলেজের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশবরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন ও ভারতীয় শিল্পী নচিকেতার গান পরিবেশনের কথা রয়েছে।

বিজনেস আওয়ার/২৫ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অপশক্তি রুখে জনগণকে সঙ্গে নিয়ে আ.লীগ শান্তি সমাবেশ করছে

পোস্ট হয়েছে : ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের চিহ্নিত অপশক্তির অপচেষ্টা রুখে দিতেই জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেটি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টারই অংশ। চিহ্নিত একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। আবারো সেই ২০১৩-১৪ সালের মতো অগ্নিসন্ত্রাস করতে চায়। তাই বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো অপচেষ্টাকে অবশ্যই প্রতিহত করবে।’

বিএনপি’র পদযাত্রা কর্মসূচির বিরুদ্ধে এটি পাল্টা কর্মসূচি নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে পাল্টাপাল্টি কোনো কিছু নেই। আমরা সরকারে যেমন আছি জনগণের সঙ্গেও আমরা মাঠেও থাকবো।’

এর আগে ডা. দীপু মনি চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনমির্লনীর আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে চাঁদপুর স্টেডিয়ামে আসেন।

এসময় অন্যদের মধ্যে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাশ, সদস্য সচিব পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল,বুয়েটের ভিসি সত্য প্রসাদ মজুমদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন, নির্বাচন কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

দুইদিনব্যাপী কলেজের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশবরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন ও ভারতীয় শিল্পী নচিকেতার গান পরিবেশনের কথা রয়েছে।

বিজনেস আওয়ার/২৫ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: