বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় চাকায় পিষ্ট হয়ে মনির সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হবে।
তিনি জানান, ওই এলাকার লোকজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি পায়ে হেঁটে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে আসা বেপরোয়া একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সিসি ফুটেজ দেখে গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, মনির সরদার ডেমরা থানার বারেক ম্যানশন কোনাপড়া এলাকায় থাকতেন। নিহতের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তর আন্ধার চর গ্রামে। সে ওই এলাকার মৃত লাল মিয়ার সন্তান ছিলেন।
বিজনেস আওয়ার/২৬ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম