স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ইংল্যান্ড সফর শেষ হলো জয় দিয়েই। তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচটা জিতে ইজ্জত রক্ষা করেছে। জয়ের জন্য শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৬ রান। কিন্তু হারিস রউফের ইয়র্কার বাউন্ডারি ছাড়া করতে পারেননি স্ট্রাইকে থাকা টম কারেন। উত্তেজনায় ঠাঁসা ম্যাচটিতে ৫ রানে জিতে সিরিজ বাঁচিয়েছে পাকিস্তান।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ডে এদিন আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান তোলে পাকিস্তান। সর্বোচ্চ ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ অভিষেকে অর্ধশতক হাঁকান হায়দার আলী।
জবাব দিতে নেমে শুরুর দিকে উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ফেরেন শূন্য (০) রানে। এরপর ডেভিড মালান ৭ এবং অধিনায়ক মরগান ১০ রানে ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা। তবে ওপেনার টম বেনটনের ৪৬ রানের ইনিংসের পর ৩৩ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখান মইন আলী।
তবে ওয়াহাব রিয়াজের শিকার হয়ে মইন ফিরে গেলে আবারো চাপে পড়ে ইংল্যান্ড। ইংলিশদের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। কারেন ও আদিল রশিদ চেষ্টার কমতি করেননি। কার্যত ইংলিশদের জয় বঞ্চিত করেন অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ। স্লগ ওভারে তার দুর্দান্ত বোলিংয়ের কাছে শেষ পর্যন্ত ৫ রানের জয় নিয়েই শেষ হলো পাকিস্তানের ইংল্যান্ড সফর।
বিজনেস আওয়ার/০২ সেপ্টেম্বর, ২০২০/এ