ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনা থেকে আনা হবে তেল-চিনি-গম, পাঠানো হবে পোশাক

  • পোস্ট হয়েছে : ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 91

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আর্জেন্টিনার জনসংখ্যা ২৭ কোটি। দেশটির বাজার ধরতে চায় সরকার। আর্জেন্টিনা থেকে গম, চিনি, সানফ্লাওয়ার ও সয়াবিন তেল আমদানি করবে বাংলাদেশ। আর পোশাক পাঠানো হবে আর্জেন্টিনায়।

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

স্বাক্ষর শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ আমেরিকার বাণিজ্যজোট মার্কোসুরের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ আছে, এটা কাজে লাগাতে চায় সরকার।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো জানান, ফুটবল দুই দেশের সম্পর্ক গভীর করেছে। এ সম্পর্ক এগিয়ে নিতে তার দেশ কাজ করবে।

এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে উপহার হিসেবে জার্সি, অলিভ অয়েল ও আচার দেন ঢাকা সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। আর আর্জেন্টিনার মন্ত্রীকে তৈলচিত্র, চামড়ার ব্যাগ ও পাটজাত পণ্য উপহার দেন বাণিজ্যমন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, উভয় দেশের জনগণের কল্যাণ ও অর্থনীতির অগ্রগতির লক্ষ্যে দুই দেশের মধ্যে এমওইউ স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ অন্যান্য দ্বি-পাক্ষিক বাণিজ্য বিনিময়ের উন্নয়ন ও বর্ধিত করার সুযোগ সৃষ্টি হবে।

বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২৩/ এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আর্জেন্টিনা থেকে আনা হবে তেল-চিনি-গম, পাঠানো হবে পোশাক

পোস্ট হয়েছে : ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আর্জেন্টিনার জনসংখ্যা ২৭ কোটি। দেশটির বাজার ধরতে চায় সরকার। আর্জেন্টিনা থেকে গম, চিনি, সানফ্লাওয়ার ও সয়াবিন তেল আমদানি করবে বাংলাদেশ। আর পোশাক পাঠানো হবে আর্জেন্টিনায়।

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

স্বাক্ষর শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ আমেরিকার বাণিজ্যজোট মার্কোসুরের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ আছে, এটা কাজে লাগাতে চায় সরকার।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো জানান, ফুটবল দুই দেশের সম্পর্ক গভীর করেছে। এ সম্পর্ক এগিয়ে নিতে তার দেশ কাজ করবে।

এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে উপহার হিসেবে জার্সি, অলিভ অয়েল ও আচার দেন ঢাকা সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। আর আর্জেন্টিনার মন্ত্রীকে তৈলচিত্র, চামড়ার ব্যাগ ও পাটজাত পণ্য উপহার দেন বাণিজ্যমন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, উভয় দেশের জনগণের কল্যাণ ও অর্থনীতির অগ্রগতির লক্ষ্যে দুই দেশের মধ্যে এমওইউ স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ অন্যান্য দ্বি-পাক্ষিক বাণিজ্য বিনিময়ের উন্নয়ন ও বর্ধিত করার সুযোগ সৃষ্টি হবে।

বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২৩/ এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: