বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর মিরপুরে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সোমবার (৬ মার্চ) সকালে মিরপুর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলের এক আরোহীর গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
বিজনেস আওয়ার/৬ মার্চ, ২০২৩/এস এম
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: