বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে একই পরিবারের পাঁচজনসহ নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ১২ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
নতুন আক্রান্তরা উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের একই পরিবারের স্বামী-স্ত্রী, শ্যালক, শ্যালকের স্ত্রী এবং মালদ্বীপ ফেরত এক প্রবাসী। অপরজন হলেন ওয়ার্শি ইউনিয়নের বাসিন্দা। নতুন করে আক্রান্ত হওয়ায় উপজেলা প্রশাসন আক্রান্তদের বাড়ির আশপাশে ২০০ বাড়ি লগডাউন ঘোষণা করেছেন।
আজ মঙ্গলবার পর্যন্ত বাবা মেয়েসহ ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যা টাঙ্গাইল জেলার ১২ উপজেলার মধ্যে সর্বাধিক।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জুবায়ের হোসেন এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, এখানে ঢাকা, নায়নগঞ্জ, সাভার ও গাজীপুর থেকে লোকজন বিভিন্ন কৌশলে প্রবেশ করছেন। এছাড়া গোড়াইতে রয়েছে শিল্পাঞ্চল।
বিপুল সংখ্যক লোকজনকে সচেতন করতে হিমশিম খেতে হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনের চলার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন দিন রাত মাঠে কাজ করে যাচ্ছেন।
বিজনেস আওয়ার/২৬ মে, ২০২০/এ