ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিস্ফোরিত ভবনে জমে থাকা পানি পরীক্ষা করবে বিএসটিআই

  • পোস্ট হয়েছে : ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় পরিদর্শনে গিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) উপ-পরিচালক এবং মিডিয়া প্রধান রিয়াজুল হক বলেছেন, বোম্ব ডিসপোজাল ইউনিটের চাহিদা অনুযায়ী শিল্প সচিব ও বিএসটিআইয়ের মহাপরিচালকের নির্দেশে একটি প্রতিনিধি দল সকাল থেকে উদ্ধার অভিযানে সহায়তার জন্য কাজ করে যাচ্ছে। ভবনটির নিচ তলায় জমে থাকা ৪ বোতল পানি বিএসটিআই ল্যাবে পরীক্ষা করতে দেওয়া হয়েছে। আমরা এটি পরীক্ষা করে দেখব যে, এই পানির সঙ্গে কোনো বিস্ফোরক উপাদান আছে কিনা।

বুধবার (৮ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি৷

বিএসটিআই উপ-পরিচালক বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার ফলাফল জানানো সম্ভব হবে। এ বিষয়ে আমাদের কাজ চলছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

বিজনেস আওয়ার/৭ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিস্ফোরিত ভবনে জমে থাকা পানি পরীক্ষা করবে বিএসটিআই

পোস্ট হয়েছে : ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় পরিদর্শনে গিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) উপ-পরিচালক এবং মিডিয়া প্রধান রিয়াজুল হক বলেছেন, বোম্ব ডিসপোজাল ইউনিটের চাহিদা অনুযায়ী শিল্প সচিব ও বিএসটিআইয়ের মহাপরিচালকের নির্দেশে একটি প্রতিনিধি দল সকাল থেকে উদ্ধার অভিযানে সহায়তার জন্য কাজ করে যাচ্ছে। ভবনটির নিচ তলায় জমে থাকা ৪ বোতল পানি বিএসটিআই ল্যাবে পরীক্ষা করতে দেওয়া হয়েছে। আমরা এটি পরীক্ষা করে দেখব যে, এই পানির সঙ্গে কোনো বিস্ফোরক উপাদান আছে কিনা।

বুধবার (৮ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি৷

বিএসটিআই উপ-পরিচালক বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার ফলাফল জানানো সম্ভব হবে। এ বিষয়ে আমাদের কাজ চলছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

বিজনেস আওয়ার/৭ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: