বিনোদন ডেস্ক: ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট। আপাতত শুটিং নিয়ে ব্যস্ত নির্মাতারা।
এদিকে জোর গুঞ্জন উড়ছে, ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির আগেই ১ হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১২৯৪ কোটি রুপি) আয় করেছে। ‘পুষ্পা টু’ সিনেমা টিমের এক সদস্য সিয়াসাত ডটকমকে বলেন— ‘‘এটি পুরোপুরি গুঞ্জন। তামিল, কন্নড় এবং মালায়ালাম ভাষার ডাব সংস্করণ নিয়ে উন্মদনা নেই। তবে হিন্দি ও তেলেগু সংস্করণ নিয়ে গুঞ্জন আছে যে, এসএস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমাকে এটি ছাড়িয়ে যাবে। ‘ট্রিপল আর’ প্রেক্ষাগৃহ থেকে আয় করেছিল ৯০০ কোটি রুপি।’’
সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।
‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।
বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। চলতি বছরে মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।
বিজনেস আওয়ার/৭ মার্চ, ২০২৩/এএইচএ