বিজনেস আওয়ার প্রতিবেদক: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা নয়াপাড়ায় সামিয়া আক্তার (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর স্বামী রতন মোল্লাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর সোয়া ২ টার দিকে সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালা বিষয়টি নিশ্চিত করেছেন।
সামিয়া আক্তার সিঙ্গাইর উপজেলার নয়াডিঙ্গি এলাকার মো. আলীর মেয়ে।
সামিয়া আক্তারের মামা মো. আবুল হাসান বলেন, সামিয়া নানীর বাড়ি লক্ষীপুর খানপাড়া এলাকায় থেকে মাদ্রাসায় লেখাপড়া করতো। ১০-১১ মাস আগে পরিবারের অমতে নয়াপাড়া এলাকার মনফু মোল্লার ছেলে রতন মোল্লাকে সে বিয়ে করে। গতকাল খবর শুনে পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে মর্গে আনা হয়েছে।
মানবেন্দ্র বালা বলেন, গতকাল রাতে লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজনেস আওয়ার/৯ মার্চ, ২০২৩/এস এম