বিজনেস আওয়ার প্রতিবেদক: নারায়ণগঞ্জে বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তারা সবাই রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন বাকি ১৪ জনের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।
নিহত যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- মসজিদের ইমাম আব্দুল মালেক (৬০), শামীম হাসান, জুলহাস, মোস্তফা কামাল (৩৪), মো. রিফাত (১৮), মো. রাসেদ (৩০), হুমায়ুন কবির (৭০), ইব্রাহীম বিশ্বাস (৪৩), জুয়েল, সাব্বির (২১), মসজিদের মুয়াজ্জিন মো. দেলোয়ার হোসেন (৪৫), জুনায়েদ (১৬), মো. জামাল আবেদিন (৪০), কুদ্দুস ব্যাপারী (৭২), মাইনুদ্দিন (১২), জয়নাল (৫০), কাঞ্চন হাওলাদার, নয়ন, জুবায়ের, রাসেল (৩৪), মো. বাহাউদ্দিন (৫৫), মো. মিজান (৪০), আবদুল মালেক নেসারি (৫৫), শামীম হাসান ও নাদিম হোসেন (৪৫)।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, বার্ন ইনস্টিটিউটে বাকি ১৪ জন মৃত্যুর সঙ্গে লড়ছেন, তাদের সবার অবস্থা সংকটাপন্ন। প্রত্যেকেরই শ্বাসনালি, মুখমণ্ডলসহ শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তারা কেউ আশঙ্কামুক্ত নন। এদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নাত ও অন্য নামাজ পড়ছিলেন এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে । মসজিদের ভেতরে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় প্রায় সবাই দগ্ধ হন। এরপর দগ্ধ ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০২০/এ