বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯টির বা ১৬ দশমিক ৬৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবসে আরডি ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ দশমিক ৯০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৪২ দশমিক ৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ দশমিক ৯০ টাকা বা ৪ দশমিক ১৫ শতাংশ। এর মাধ্যমে আরডি ফুডের ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার ৩ দশমিক ৫৭ শতাংশ, ফাইন ফুডস ২ দশমিক ৮৭ শতাংশ, ব্যাংক এশিয়া ২ দশমিক ৪৭ শতাংশ, জেমিনি সী ২ দশমিক ৪২ শতাংশ, ডেল্টা লাইফ ২ দশমিক ২০ শতাংশ, সী পার্র বিচ ১ দশমিক ৪৬ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি ১ দশমিক ৩২ শতাংশ, সোনালী পেপার ১ দশমিক শূন্য ৭ শতাংশ এবং আল-হাজ্ব টেক্সটাইল দশমিক ৮৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
বিজনেস আওয়ার/১৯ মার্চ, ২০২৩/এমএজেড