ঢাকা , শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সকলের সমস্যায় পাশে থাকতেন গোলাম রসুল

  • পোস্ট হয়েছে : ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • 41

বিজনেস আওয়ার প্রতিবেদক : সকলের যেকোন সমস্যায় পাশে থেকে তা সমাধানের চেষ্টা করতেন ডিএসইর সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম খাজা গোলাম রসুল। তিনি অত্যান্ত মেধাবী ও দূরদর্শিসম্পন্ন ছিলেন। গতকাল সোমবার মতিঝিলের ডিএসই ভবনে খাজা গোলাম রসুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

অনুষ্ঠানে ডিএসই ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানের নবীন-প্রবীন সদস্যদের পাশাপাশি ডিএসইর বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, সাবেক চেয়ারম্যান ও ডিএসইর পরিচালকরা উপস্থিত ছিলেন। ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি’রোজারিও নেতৃত্বে অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ছিলেন ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলাম।

স্টক এক্সচেঞ্জের উন্নয়নে মরহুমের দীর্ঘ কর্মজীবনের নানান দিক তুলে ধরে অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, মরহুম খাজা গোলাম রসুল একজন সৎ, সাহসী ও নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। তিনি সর্বদা বিনয়ী, সদালাপী ও পরপোকারী একজন মানুষ ছিলেন। তিনি যে কোন সমস্যায় ভেঙ্গে না পড়ে সকলকে সাহস ও দৃঢ় মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে চলার আশ্বাস দিতেন। সকলের যে কোন সমস্যায় পাশে থেকে তা সমাধানের চেষ্টা করতেন। তিনি অত্যান্ত মেধাবী ও দূরদর্শিসম্পন্ন ছিলেন। তিনি জীবদ্দশায় ডিএসইর পরিচালনা পর্ষদের নানান পদে থেকে ডিএসইর অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে আমূল পরিবর্তন করে গেছেন।

ডিএসইর আজকের এই অবস্থানে আসার পিছনে তাঁর অবদান কোনভাবেই অস্বীকার করা যায়না। তিনি স্টক মার্কেটে বিনিয়োগ এনেছেন, বিনিয়োগকারী এনেছেন। শেয়ারবাজারকে মানুষের কাছে ইতিবাচকভাবে তুলে ধরেছেন। আজকের পুঁজিবাজারকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে তাঁর অবদান অনস্বিকার্য।

আরও বলেন, খাজা গোলাম রসুলের অভাব কোনদিন পূরণ হবার মত নয়। স্টক এক্সচেঞ্জসহ এর সদস্যদের উন্নয়নে তাঁর অবদানের জন্য তিনি আজীবন ডিএসই এবং ডিএসইর সদস্যদের মাঝে বেঁচে থাকবেন। স্টক এক্সচেঞ্জসহ পূঁজিবাজারের উন্নয়নে আগামীদিনে তাঁর মত সৎ, সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব তৈরী হওয়া দরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, সাবেক চেয়ারম্যান ইউনুসুর রহমান, কাজী ফিরোজ রশিদ, আহমদ ইকবাল হাসান, মোস্তাক আহমেদ সাদেক, এ এস শাহুদুল হক বুলবুল, আনোয়ার হোসেন, আহমাদ রশিদ লালী, মো. শাকিল রিজভী, মিনহাজ মান্নান ইমন, হোসনে আরা বেগম এবং মরহুমের বড় ভাই। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা মো. ফাহিমুর রহমান।

বিজনেস আওয়ার/২১ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সকলের সমস্যায় পাশে থাকতেন গোলাম রসুল

পোস্ট হয়েছে : ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : সকলের যেকোন সমস্যায় পাশে থেকে তা সমাধানের চেষ্টা করতেন ডিএসইর সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম খাজা গোলাম রসুল। তিনি অত্যান্ত মেধাবী ও দূরদর্শিসম্পন্ন ছিলেন। গতকাল সোমবার মতিঝিলের ডিএসই ভবনে খাজা গোলাম রসুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

অনুষ্ঠানে ডিএসই ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানের নবীন-প্রবীন সদস্যদের পাশাপাশি ডিএসইর বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, সাবেক চেয়ারম্যান ও ডিএসইর পরিচালকরা উপস্থিত ছিলেন। ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি’রোজারিও নেতৃত্বে অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ছিলেন ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলাম।

স্টক এক্সচেঞ্জের উন্নয়নে মরহুমের দীর্ঘ কর্মজীবনের নানান দিক তুলে ধরে অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, মরহুম খাজা গোলাম রসুল একজন সৎ, সাহসী ও নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। তিনি সর্বদা বিনয়ী, সদালাপী ও পরপোকারী একজন মানুষ ছিলেন। তিনি যে কোন সমস্যায় ভেঙ্গে না পড়ে সকলকে সাহস ও দৃঢ় মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে চলার আশ্বাস দিতেন। সকলের যে কোন সমস্যায় পাশে থেকে তা সমাধানের চেষ্টা করতেন। তিনি অত্যান্ত মেধাবী ও দূরদর্শিসম্পন্ন ছিলেন। তিনি জীবদ্দশায় ডিএসইর পরিচালনা পর্ষদের নানান পদে থেকে ডিএসইর অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে আমূল পরিবর্তন করে গেছেন।

ডিএসইর আজকের এই অবস্থানে আসার পিছনে তাঁর অবদান কোনভাবেই অস্বীকার করা যায়না। তিনি স্টক মার্কেটে বিনিয়োগ এনেছেন, বিনিয়োগকারী এনেছেন। শেয়ারবাজারকে মানুষের কাছে ইতিবাচকভাবে তুলে ধরেছেন। আজকের পুঁজিবাজারকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে তাঁর অবদান অনস্বিকার্য।

আরও বলেন, খাজা গোলাম রসুলের অভাব কোনদিন পূরণ হবার মত নয়। স্টক এক্সচেঞ্জসহ এর সদস্যদের উন্নয়নে তাঁর অবদানের জন্য তিনি আজীবন ডিএসই এবং ডিএসইর সদস্যদের মাঝে বেঁচে থাকবেন। স্টক এক্সচেঞ্জসহ পূঁজিবাজারের উন্নয়নে আগামীদিনে তাঁর মত সৎ, সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব তৈরী হওয়া দরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, সাবেক চেয়ারম্যান ইউনুসুর রহমান, কাজী ফিরোজ রশিদ, আহমদ ইকবাল হাসান, মোস্তাক আহমেদ সাদেক, এ এস শাহুদুল হক বুলবুল, আনোয়ার হোসেন, আহমাদ রশিদ লালী, মো. শাকিল রিজভী, মিনহাজ মান্নান ইমন, হোসনে আরা বেগম এবং মরহুমের বড় ভাই। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা মো. ফাহিমুর রহমান।

বিজনেস আওয়ার/২১ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: