ঢাকা , শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পিপলস লিজিংয়ে ফের লুটপাট

  • পোস্ট হয়েছে : ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • 47

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে ফের লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীরা। মঙ্গলবার ঢাকার পল্টনে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারা এ অভিযোগ করেন। মানববন্ধন শেষে পিপলস লিজিংয়ের চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছেন তারা।

আমানতকারীদের পক্ষে সমাবেশে সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, ঋণের ইতোমধ্যে ২০০ কোটি টাকা আদায় হয়েছে। যার মধ্যে একশত কোটি টাকা খরচ হয়ে গেছে। এই অর্থ পরিচালক এবং চেয়ারম্যানের বেতনের পেছনে ব্যয় হয়েছে। বাকি একশত কোটি টাকা আমানতকারীদের ফেরত না দিয়ে নতুনভাবে ঋণ বিতরণের ফন্দি করছে তারা। এফডিআর করা হয়েছে, একটি অখ্যাত ব্যাংকে। ফের ওই টাকা হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই যেকোনো মূল্যে আমানতকারীদের সুদে আসলে সব টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির ব্যক্তি ও ক্ষুদ্র বিনিয়োগকারী কাউন্সিল।

বাংলাদেশ ব্যাংক সঠিকভাবে নজরদারি না করায় পিপলস লিজিংয়ের অর্থ প্রতিষ্ঠানটির পরিচালকরা লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির আমানতকারীরা। শুধু তাই নয়, এর পেছনে কোনো কোনো ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের এক শ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশ দেখছেনও তারা। নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের অর্থ দ্রুত ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতা কামনাসহ তিন দফা দাবি জানিয়েছেন কোম্পানির ছয় হাজার আমানতকারী।

বিজনেস আওয়ার/২১ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পিপলস লিজিংয়ে ফের লুটপাট

পোস্ট হয়েছে : ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে ফের লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীরা। মঙ্গলবার ঢাকার পল্টনে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারা এ অভিযোগ করেন। মানববন্ধন শেষে পিপলস লিজিংয়ের চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছেন তারা।

আমানতকারীদের পক্ষে সমাবেশে সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, ঋণের ইতোমধ্যে ২০০ কোটি টাকা আদায় হয়েছে। যার মধ্যে একশত কোটি টাকা খরচ হয়ে গেছে। এই অর্থ পরিচালক এবং চেয়ারম্যানের বেতনের পেছনে ব্যয় হয়েছে। বাকি একশত কোটি টাকা আমানতকারীদের ফেরত না দিয়ে নতুনভাবে ঋণ বিতরণের ফন্দি করছে তারা। এফডিআর করা হয়েছে, একটি অখ্যাত ব্যাংকে। ফের ওই টাকা হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই যেকোনো মূল্যে আমানতকারীদের সুদে আসলে সব টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির ব্যক্তি ও ক্ষুদ্র বিনিয়োগকারী কাউন্সিল।

বাংলাদেশ ব্যাংক সঠিকভাবে নজরদারি না করায় পিপলস লিজিংয়ের অর্থ প্রতিষ্ঠানটির পরিচালকরা লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির আমানতকারীরা। শুধু তাই নয়, এর পেছনে কোনো কোনো ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের এক শ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশ দেখছেনও তারা। নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের অর্থ দ্রুত ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতা কামনাসহ তিন দফা দাবি জানিয়েছেন কোম্পানির ছয় হাজার আমানতকারী।

বিজনেস আওয়ার/২১ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: