বিজনেস আওয়ার প্রতিবেদক: মাদক মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ১৫ বছর আত্মগোপনে ছিলেন আসামি মো. রনিকে (৩৪)।
মঙ্গলবার (২১ মার্চ) ঢাকার ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেফতার রনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শালংকা গ্রামের মো. আপ্তাব উদ্দিনের ছেলে।
বুধবার (২২ মার্চ) র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২০০৮ সালের জুলাই মাসে ফেনসিডিলসহ খিলগাঁও থানায় গ্রেফতার হন রনি। ওই ঘটনায় খিলগাঁও থানায় একটি মাদক মামলা হয়। পরবর্তীকালে গ্রেফতার রনি জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। মামলাটি বিচার শেষে আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
এদিকে, রনি সাজা থেকে বাঁচতে কিশোরগঞ্জ ছেড়ে বিভিন্ন জায়গায় তার নাম ও বেশ পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেফতারে র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্প নজরদারি শুরু করে এবং সবশেষ ঢাকার ভাটারা থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত হওয়া যায়। মঙ্গলবার ভাটারার যমুনা ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা বলেন, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২৩/এএইচএ