বিজনেস আওয়ার প্রতিবেদক : নতুন প্রজন্মকে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও বিনিয়োগ সংক্রান্ত পথনির্দেশনার মাধ্যমে, ভবিষ্যৎ জ্ঞানভিত্তিক বিনিয়োগকারী তৈরির লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ এবং নর্থ সাউথ ইউনিভারসিটির একটি যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভারসিটির ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শিক্ষার্থী ও লংকাবাংলার কর্মকর্তাদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কিত মতবিনিময় হয়। যেখানে শিক্ষার্থীরা বহু প্রশ্নের মাধ্যমে আয়োজনটিকে আলোড়িত করে তুলে।
লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান কারিগরি নির্বাহী কর্মকর্তা (সিটিও) এস. এ. আর মোহাম্মদ মঈনুল ইসলাম, প্রিন্সিপাল শাখা ও গবেষণা বিভাগের কর্মকর্তারা ও নর্থ সাউথ ইউনিভারসিটির একাউন্টিং ও ফাইন্যান্স অনুষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল কবির উপস্থিত ছিলেন।
লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান কারিগরি নির্বাহী কর্মকর্তা (সিটিও) এস. এ. আর মোহাম্মদ মঈনুল ইসলাম জানান, নতুন প্রজন্মকে বিনিয়োগমুখী করে তুলতে লংকাবাংলা অবিরত কাজ করে চলছে।
বিজনেস আওয়ার/২৩ মার্চ, ২০২৩/এমএজেড