বিজনেস আওয়ার ডেস্ক: রমজান মাসের জন্য পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নতুন সূচি অনুযায়ী, সোমবার (২৭ মার্চ) পুঁজিবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
ডিএসইর তথ্য মতে, সকাল ১০টায় যথারীতি লেনদেন শুরু হবে। বিরতিহীনভাবে লেনদেন শেষ হবে দুপুর একটা ২০ মিনিটে। এরপর আরও ১০ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশন। সব মিলিয়ে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।
তবে রমজান মাসের পরে আগের মতোই সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হবে।
পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে হলেও বিমা কোম্পানিগুলোর অফিস শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
বিজনেস আওয়ার/২৭ মার্চ, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: