বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংকের সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে।
বুধবার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত বছরের জন্য প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না বলে জানিয়েছে।
তথ্য মতে, আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা আগামী ৩ এপ্রিল দুপুর ২টায শুরু হবে। সভায় কোম্পানিটির সমাপ্ত বছরের (অক্ট-ডিসেম্বর ২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে। ওইদিনে কোম্পানির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১৩ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মে।
বিজনেস আওয়ার/২৯ মার্চ, ২০২৩/এএইচএ