বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেন পরিমাণ। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান তিনগুন বেশি হয়েছে। অপরদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন একটি বাদে বাকী চার ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেন পরিমাণ। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান দ্বিগুন বেশি হয়েছে। উভয় স্টকে বেড়েছে ক্রেতার চাপ। অবশ্য আগের দুইদিন (সোমবার ও মঙ্গগবার) শেয়ারবাজার পতন ছিল।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ৩৮২ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৬ দশমিক ৭৫ পয়েন্টে। ডিএসইএস সূচক ২ দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ দশমিক ৬৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৬ দশমিক ৯৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮০টি এবং কমেছে ২৭টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯৮টির। এদিন ডিএসইতে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ইস্টার্ন হাউজিং ২৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেল ২১ কোটি ৬৬ লাখ টাকা, এডিএন টেলিকম ২১ কোটি ২৮ লাখ টাকা, জেমিনি সী ১৬ কোটি ৬২ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১৫ কোটি ৮২ লাখ টাকা, আরডি ফুড ১৫ কোটি ৬০ লাখ টাকা,
সী পার্ল বিচ ১৫ কোটি ২১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৩ কোটি ১৯ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ১১ কোটি ৬৩ লাখ টাকা এবং শাইনপুকুর ৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেন হয়েছে ৫ কোটি ১৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ৯৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৩টি, কমেছে ২১টি এবং পরিবর্তন হয়নি ৩৫টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৭ দশমিক ৭৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১ দশমিক শূন্য ৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১০ দশমিক ২৯ পয়েন্ট এবং সিএসসিএক্স ১ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ১১ পয়েন্টে, ১৩ হাজার ৩২৯ দশমিক ৩৮ পয়েন্টে এবং ১০ হাজার ৯৫৬ দশমিক ৩৭ পয়েন্টে। এছাড়া সিএসআই দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ দশমিক ৬২ পয়েন্টে।
এদিন সিএসইতে এডিএন টেলিকমের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন এডিএন টেলিকম ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক ৬১ লাখ টাকা, আরডি ফুড ৩৬ লাখ টাকা, সিনোবাংলা ২৭ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১৯ লাখ টাকা, ইউনিক হোটেল ১৮ লাখ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজ ১৭ লাখ টাকা, শাইনপুকুর ১৬ লাখ টাকা, লিগ্যাসি ফুটওয়্যার ১৫ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২৯ মার্চ, ২০২৩/এমএজেড