বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৫টির বা ১৪.১১ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯.৮০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৭.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৭০ টাকা বা ৪.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- হাক্কানী পাল্বের ৪.৪৪ শতাংশ, জিকিউ বলপেনের ৪.১৩ শতাংশ, ইমাম বাটনের ৩.৭৭ শতাংশ, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডসের ৩.৩৮ শতাংশ, বঙ্গজ লি.ডের ৩.১৯ শতাংশ, শ্যামপুর সুগারের ৩.০১ শতাংশ, সমতা লেদারের ২.৭৪ শতাংশ, সোনালী পেপারের ২.৬৮ শতাংশ এবং ন্যাশনাল ফিডের ২.৫৫ শতাংশ শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/৩০ মার্চ, ২০২৩/এএইচএ