ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রফতানি আয়ে ডলারের দাম ফের বাড়ল

  • পোস্ট হয়েছে : ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • 47

বিজনেস আওয়ার ডেস্ক: এক মাসের ব্যবধানে রফতানি আয়ে ডলারের দাম আবারও বাড়ানো হয়েছে। এখন থেকে রফতানিকারকরা রফতানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম পাবেন ১০৫ টাকা। এতদিন তা ছিল ১০৪ টাকা।

নতুন এ দাম শনিবার ( ১ এপ্রিল) থেকে কার্যকর হবে। তবে প্রবাসী আয়ে ডলারের দাম অপরিবর্তিত আছে। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী শ্রমিকরা রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে আগের মতোই ১০৭ টাকা পাবেন। সঙ্গে সরকারের আড়াই শতাংশ প্রণোদনাও পাবেন।

বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, এখন থেকে রফতানি আয়ের বিপরীতে প্রতি ডলারে ১০৫ টাকা দেয়া হবে। আর রেমিট্যান্সে আগের মতো ১০৭ টাকা পাবেন। কিছু ব্যাংকের আগ্রাসী হয়ে বেশি দামে ডলার কেনার বিষয়ে বলেন, এবিবি ও বাফেদা যৌথভাবে ডলারের রেট পুনর্নিধারণ করেছে।

সবাই জানিয়েছেন এই নির্ধারিত রেটেই কিনবেন। সব ব্যাংককে অনুরোধ করা হয়েছে, যেন সবাই একই রেটে ডলার সংগ্রহ করে। তারপরও যদি কোনো ব্যাংক বেশি দামে ডলার নেয়, তাহলে আমাদের কিছু করার নেই। কারণ তারা কেউই রেগুলেটরি অথরিটি নয়। এটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। সুনির্দিষ্ট প্রমাণ পেলে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

বৈঠকে বাফেদা চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবি’র চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ছিলেন।

বিজনেস আওয়ার/১ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রফতানি আয়ে ডলারের দাম ফের বাড়ল

পোস্ট হয়েছে : ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: এক মাসের ব্যবধানে রফতানি আয়ে ডলারের দাম আবারও বাড়ানো হয়েছে। এখন থেকে রফতানিকারকরা রফতানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম পাবেন ১০৫ টাকা। এতদিন তা ছিল ১০৪ টাকা।

নতুন এ দাম শনিবার ( ১ এপ্রিল) থেকে কার্যকর হবে। তবে প্রবাসী আয়ে ডলারের দাম অপরিবর্তিত আছে। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী শ্রমিকরা রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে আগের মতোই ১০৭ টাকা পাবেন। সঙ্গে সরকারের আড়াই শতাংশ প্রণোদনাও পাবেন।

বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, এখন থেকে রফতানি আয়ের বিপরীতে প্রতি ডলারে ১০৫ টাকা দেয়া হবে। আর রেমিট্যান্সে আগের মতো ১০৭ টাকা পাবেন। কিছু ব্যাংকের আগ্রাসী হয়ে বেশি দামে ডলার কেনার বিষয়ে বলেন, এবিবি ও বাফেদা যৌথভাবে ডলারের রেট পুনর্নিধারণ করেছে।

সবাই জানিয়েছেন এই নির্ধারিত রেটেই কিনবেন। সব ব্যাংককে অনুরোধ করা হয়েছে, যেন সবাই একই রেটে ডলার সংগ্রহ করে। তারপরও যদি কোনো ব্যাংক বেশি দামে ডলার নেয়, তাহলে আমাদের কিছু করার নেই। কারণ তারা কেউই রেগুলেটরি অথরিটি নয়। এটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। সুনির্দিষ্ট প্রমাণ পেলে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

বৈঠকে বাফেদা চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবি’র চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ছিলেন।

বিজনেস আওয়ার/১ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: