বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিক্সের শেয়ার লেনদেন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এলক্ষ্যে করণীয় পদক্ষেপ নিতে স্টক এক্সচেঞ্জকে চিঠিও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসির নির্বাহি পরিচালক (চলতি দায়িত্ব) ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস আওয়ারকে বলেন, বেক্সিমকো সিনথেটিক্সের স্বেচ্ছা তালিকাচ্যুতি নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছে। এই অবস্থায় শেয়ারটি নিয়ে কারসাজি হতে পারে। এতে করে সাধারন বিনিয়োগকারীদের ক্ষতির সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে কমিশন কোম্পানিটির লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোম্পানি কর্তৃপক্ষ তালিকাচ্যুতি নিয়ে কমিশনের সঙ্গে কোন আলোচনা করেনি। তারা করতে চাইলে স্টক এক্সচেঞ্জের সঙ্গে বসবে। বাজার যেহেতু স্টক এক্সচেঞ্জের, তাই এ বিষয়ে সিদ্ধান্তও তারা নেবে। তবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কমিশনের পরামর্শ নিতে পারে।
১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ বেক্সিমকো সিনথেটিক্স দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে লভ্যাংশ প্রদান।
বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২০/আরএ
One thought on “বেক্সিমকো সিনথেটিক্সের লেনদেন স্থগিত”