মোহাম্মদ আনিসুজ্জামান : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কমেছে ৬৫ শতাংশ। এই স্টকে বাজার মূলধন পরিমাণ কমেছে ১ হাজার ৬২৭ কোটি টাকা। তবে একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক বেড়েছে। কোম্পানিরগুলোর শেয়ার দর পতন চেয়ে উত্থান বেশি হয়েছে।
সিএসইর সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৬ হাজার ৬০৫ কোটি ৯৫ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৮ হাজার ২৩৩ কোটি ৫৬ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ৬২৭ কোটি ৬১ লাখ টাকা।
গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৬৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১২ কোটি ৬৬ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৭৩ কোটি ৩ লাখ টাকা বা ৬৪ দশমিক ৮২ শতাংশ। তালিকাভুক্ত ২২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫২টির, দর কমেছে ৪২টির ও অপরিবর্তিত রয়েছে ১৩৪টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর পতনের তুলনায় উত্থান ১ দশমিক ২৪ গুন বেশি হয়েছে।
পাঁচ ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩০৪ দশমিক ৭৫ পয়েন্টে। সিএসই৩০ সূচক দশমিক ২১ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক শূন্য ৯ শতাংশ, সিএসআই সূচক দশমিক ১৪ শতাংশ এবং সিএসই এসএমইএক্স সূচক ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১৩ হাজার ৩৭১ দশমিক ১১ পয়েন্টে, ১০ হাজার ৯৭৩ দশমিক শূন্য ১ পয়েন্টে, ১ হাজার ১৫০ দশমিক ৩৮ পয়েন্টে এবং ১ হাজার ৭৪৮ দশমিক ৭১ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক শূন্য ১ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৩১৩ দশমিক ২৩ পয়েন্টে।
গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৭০ ভাগ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। বি ক্যাটাগরি ২০ শতাংশ এবং এন ক্যাটাগরি ১০ শতাংশ কোম্পানির শেয়ার দর টপটেন লেনদেনে রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সী পার্ল বিচের শেয়ার। একাই ৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
এছাড়া পাওয়ার গ্রিড ৩ কোটি ১৫ লাখ টাকা, রংপুর ডেইরী এন্ড ফুড (বি ক্যাটাগরি) ২ কোটি ৫৯ লাখ টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ২৩ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১ কোটি ৬৯ লাখ টাকা, শাইনপুকুর (বি ক্যাটাগরি) ১ কোটি ৬৪ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১ কোটি ৫৭ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংক (এন ক্যাটাগরি) ১ কোটি ২৭ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১ কোটি ২৭ লাখ টাকা এবং বসুন্ধরা পেপার ১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/৭ এপ্রিল, ২০২৩/এমএজেড