ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আগুন নিভানোর কাজে বাধা, তিনশ জনের বিরুদ্ধে মামলা

  • পোস্ট হয়েছে : ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকার বঙ্গবাজারে আগুন নিভানোর সময় সরকারি কাজে বাধা দিয়েছেন মার্কেটটির ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা এমন অভিযোগ তুলেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা, মারধর করে আহত সহ ভাঙচুর অভিযোগ ওঠেছে। এসব অভিযোগ তুলে ধরে ৩০০ জনের (অজ্ঞাত) বিরুদ্ধে মামলা করেছে সরকারি এই সংস্থা। অবশ্য তাদের (আসামি) কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী শাহিন আলম বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে বংশাল থানায় মামলার বিষয়ে অভিযোগ দাখিল করা হলে শুক্রবার সকালে সেটি মামলা হিসেবে পুলিশ গ্রহণ করে। এই মামলায় বাদী হয়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম।

এজাহার জানা গেছে, এই মামলায় ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আর অভিযোগ আনা হয়েছে বেআইনিভাবে ফায়ার সার্ভিসের অফিসার ও সদস্যদের সরকারি কাজে পরিকল্পিতভাবে বাধা প্রদান, এছাড়া তাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা, মারধর করা। পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর করার অভিযোগ তোলা হয়েছে। মামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩৯ কোটি ৯৩ হাজার ৫০০ টাকা।

এজাহারে হামলার সময় উল্লেখ করা হয় সাড়ে নয়টা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের এক ও দুই নম্বর গেটে এই হামলা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।

বিজনেস আওয়ার/৭ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আগুন নিভানোর কাজে বাধা, তিনশ জনের বিরুদ্ধে মামলা

পোস্ট হয়েছে : ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকার বঙ্গবাজারে আগুন নিভানোর সময় সরকারি কাজে বাধা দিয়েছেন মার্কেটটির ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা এমন অভিযোগ তুলেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা, মারধর করে আহত সহ ভাঙচুর অভিযোগ ওঠেছে। এসব অভিযোগ তুলে ধরে ৩০০ জনের (অজ্ঞাত) বিরুদ্ধে মামলা করেছে সরকারি এই সংস্থা। অবশ্য তাদের (আসামি) কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী শাহিন আলম বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে বংশাল থানায় মামলার বিষয়ে অভিযোগ দাখিল করা হলে শুক্রবার সকালে সেটি মামলা হিসেবে পুলিশ গ্রহণ করে। এই মামলায় বাদী হয়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম।

এজাহার জানা গেছে, এই মামলায় ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আর অভিযোগ আনা হয়েছে বেআইনিভাবে ফায়ার সার্ভিসের অফিসার ও সদস্যদের সরকারি কাজে পরিকল্পিতভাবে বাধা প্রদান, এছাড়া তাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা, মারধর করা। পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর করার অভিযোগ তোলা হয়েছে। মামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩৯ কোটি ৯৩ হাজার ৫০০ টাকা।

এজাহারে হামলার সময় উল্লেখ করা হয় সাড়ে নয়টা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের এক ও দুই নম্বর গেটে এই হামলা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।

বিজনেস আওয়ার/৭ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: