ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

১৯ মে আসছে পরীমণি অভিনীত ‘মা’

  • পোস্ট হয়েছে : ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • 4

বিনোদন ডেস্ক: আসন্ন মা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীতি চলচ্চিত্র ‘মা’। ছোটপর্দার পরিচালক অরণ্য আনোয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। আগামী মা দিবস উপলক্ষে ১৯ মে দেশের সিনেমাটি মুক্তি পাবে।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ছবিটি মুক্তির তারিখ জানানো হয়। গেল বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন।

এদিন পরীমণি বলেন, এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিলো। আর যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।

জানা গেছে, মা সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। ১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে ‘মা’ চলচ্চিত্রে। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে এনেছেন নির্মাতা। সেই মায়ের ভূমিকায় চিত্রনায়িকা পরীমণি।

যদিও মা দিবস ১৪ মে, তবে চলচ্চিত্রটি মুক্তি পাবে বিশ্ব মা দিবসকে কেন্দ্র করেই।

নিজের প্রথম চলচ্চিত্র মুক্তি প্রসঙ্গে অরণ্য আনোয়ার বলেন, ‘আগামী ২ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রেলার মুক্তি দেওয়া হবে। শুধু বাংলাদেশ নয়, ইউরোপ-আমেরিকার কয়েকটি দেশেও চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।’

মা সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

বিজনেস আওয়ার/৯ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১৯ মে আসছে পরীমণি অভিনীত ‘মা’

পোস্ট হয়েছে : ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক: আসন্ন মা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীতি চলচ্চিত্র ‘মা’। ছোটপর্দার পরিচালক অরণ্য আনোয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। আগামী মা দিবস উপলক্ষে ১৯ মে দেশের সিনেমাটি মুক্তি পাবে।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ছবিটি মুক্তির তারিখ জানানো হয়। গেল বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন।

এদিন পরীমণি বলেন, এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিলো। আর যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।

জানা গেছে, মা সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। ১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে ‘মা’ চলচ্চিত্রে। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে এনেছেন নির্মাতা। সেই মায়ের ভূমিকায় চিত্রনায়িকা পরীমণি।

যদিও মা দিবস ১৪ মে, তবে চলচ্চিত্রটি মুক্তি পাবে বিশ্ব মা দিবসকে কেন্দ্র করেই।

নিজের প্রথম চলচ্চিত্র মুক্তি প্রসঙ্গে অরণ্য আনোয়ার বলেন, ‘আগামী ২ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রেলার মুক্তি দেওয়া হবে। শুধু বাংলাদেশ নয়, ইউরোপ-আমেরিকার কয়েকটি দেশেও চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।’

মা সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

বিজনেস আওয়ার/৯ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: