বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৬টির বা ৪৩.৬৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার ফারইস্ট নিটিংয়ের ক্লোজিং দর ছিল ১০ টাকা। আর মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১১ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ৯.৯৭ শতাংশ, রানার অটোমোবাইলসের ৯.৯০ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৯.৭৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯.৬৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৯.৪৫ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৪০ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৯.৩৪ শতাংশ, বিডি থাইয়ের ৯.০৩ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার শেয়ার দর ৮.৯৫ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২০/এস