বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে। এসব সভায় কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। পর্ষদ সভার তারিখ ঘোষনা করা কোম্পানিগুলো হলো- নাভানা ফার্মা, রেনউইক যজ্ঞেশ্বর, সী পার্ল বিচ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এস্কয়ার নিট কম্পোজিট, মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক এবং মতিন স্পিনিং।
এদের মধ্যে নাভানা ফার্মার পর্ষদ সভা আগামী ১৩ এপ্রিল দুপুর ২টায়, রেনউইক যজ্ঞেশ্বর আগামী ১৬ এপ্রিল দুপুর ১টা ৪৫ মিনিটে, সী পার্ল বিচ আগামী ১৭ এপ্রিল দুপুর ২টায়, ন্যাশনাল হাউজিংয়ের আগামী ১৭ এপ্রিল দুপুর ২টায়, এস্কয়ার নিট কম্পোজিট আগামী ১৭ এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে, মেঘনা পেটের আগামী ২৬ এপ্রিল বিকেল ৩ টায়, মেঘনা কনডেন্স মিল্ক আগামী ২৬ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিট এবং মতিন স্পিনিংয়ের পর্ষদ সভা আগামী ১৭ এপ্রিল বিকেল ৩ টায় শুরু হবে।
বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২৩/এমএজেড