বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৭টি কোম্পানির ১ হাজার ১৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বেক্সিমকো ফার্মার ৬৫ কোটি ৮২ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে বেক্সিকো ফার্মা ডিএসইতে টপটেন লেনদেনের শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লেনদেন অবস্থান নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৫৫ কোটি ৯৮ লাখ টাকার, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৫৫ কোটি ৮০ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ৩৬ কোটি ৭১ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের ৩৬ কোটি ৬৭ লাখ টাকার, গ্রামীণফোনের ২০ কোটি ৪৭ লাখ টাকার, ফু-ওয়াং ফুডের ২০ কোটি ২৫ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ১৮ কোটি ২৮ লাখ টাকার, ন্যাশনাল টিউবসের ১৫ কোটি ১৭ লাখ টাকার এবং বিডি ফাইন্যান্সের ১৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২০/এস