বিজনেস আওয়ার প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ ওঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
রোববার (৯ এপ্রিল) দিনগত মধ্যরাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু রায়হান ওই গ্রামের শাজাহান ফকিরের ছেলে।
সোমবার (১০ এপ্রিল) সিঙ্গাইর থানার ওসি সৈয়দ সৈয়দ মিজানুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানা যায়, প্রতি রাতে তিন ভাই আবু রায়হান, রোমান ও জামাল একই ঘরে ঘুমান। রোববার রাতে আবু রায়হান ও জামাল ঘুমিয়ে পড়লেও রোমান বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন।
মধ্যরাতে বড় ভাই আবু রায়হানকে ধারালো চাকু দিয়ে গলা কাটতে শুরু করেন রোমান। এসময় রায়হানের চিৎকারে আরেক ভাই জামালের ঘুম ভাঙলে ছোট ভাই রোমান পালিয়ে যান। পাশের রুম থেকে ছুটে আসেন বাবা-মা। পরে রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রোমান পাঁচ বছর বিদেশে ছিলেন। বিদেশে থাকাবস্থায় তিনি বাড়িতে ১৪ লাখ টাকা পাঠান। পাঠানো টাকা দিয়ে তার বাবা ঋণ শোধ করলেও রোমান সন্দেহ করেন এই টাকা বড় ভাই রায়হান আত্মসাৎ করেছেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ওসি সৈয়দ মিজানুর রহমান আরও বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রোমানকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাইদের মধ্যে টাকা-পয়সার লেনদেন কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২৩/এএইচএ