ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে রাসায়নিক পণ্যের কনটেইনারে ‘বেনারসি-লেহেঙ্গা’

  • পোস্ট হয়েছে : ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে এক কনটেইনার ভারতীয় শাড়ি জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। রাসায়নিক পণ্যের ঘোষণার আড়ালে এই শাড়ি এনেছে ফেনীর আজিজ এন্টারপ্রাইজ।

সোমবার (১০ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাড়িতে শুল্ককর রাসায়নিক পণ্য সোডা অ্যাশের চেয়ে বেশি। শুল্ককর ফাঁকি দিতেই আমদানিকারক মিথ্যা ঘোষণা দেন। চালানটি জব্দ করে শুল্ক ফাঁকির চেষ্টা ব্যর্থ করে দেন কাস্টমস কর্মকর্তারা।

এ জাতীয় ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার ওপর উচ্চ শুল্কহার প্রযোজ্য থাকায় আলোচ্য পণ্যচালানটিতে আমদানিকৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার বিপরীতে জড়িত রাজস্বের পরিমাণ প্রায় এক কোটি ৪১ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা চালানটিতে ১২ হাজার ৫৫০ পিস বেনারসি শাড়ি, ১ হাজার ১৩৯ পিস জর্জেট শাড়ি এবং ৪০৩ পিস লেহেঙ্গা পাওয়া গেছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক বলেন, ঈদুল ফিতরে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার ব্যাপক চাহিদা রয়েছে। রাজস্ব ফাঁকির মাধ্যমে অধিক মুনাফার উদ্দেশ্যে পণ্যচালানটি আমদানি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্বল্প মূল্যের সোডা অ্যাশের পরিবর্তে মিথ্যা ঘোষণায় উচ্চ মূল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আমদানি করায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা মানি লন্ডারিং করা হয়েছে। এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হবে।

বিজনেস আওয়ার/১১ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চট্টগ্রাম বন্দরে রাসায়নিক পণ্যের কনটেইনারে ‘বেনারসি-লেহেঙ্গা’

পোস্ট হয়েছে : ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে এক কনটেইনার ভারতীয় শাড়ি জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। রাসায়নিক পণ্যের ঘোষণার আড়ালে এই শাড়ি এনেছে ফেনীর আজিজ এন্টারপ্রাইজ।

সোমবার (১০ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাড়িতে শুল্ককর রাসায়নিক পণ্য সোডা অ্যাশের চেয়ে বেশি। শুল্ককর ফাঁকি দিতেই আমদানিকারক মিথ্যা ঘোষণা দেন। চালানটি জব্দ করে শুল্ক ফাঁকির চেষ্টা ব্যর্থ করে দেন কাস্টমস কর্মকর্তারা।

এ জাতীয় ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার ওপর উচ্চ শুল্কহার প্রযোজ্য থাকায় আলোচ্য পণ্যচালানটিতে আমদানিকৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার বিপরীতে জড়িত রাজস্বের পরিমাণ প্রায় এক কোটি ৪১ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা চালানটিতে ১২ হাজার ৫৫০ পিস বেনারসি শাড়ি, ১ হাজার ১৩৯ পিস জর্জেট শাড়ি এবং ৪০৩ পিস লেহেঙ্গা পাওয়া গেছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক বলেন, ঈদুল ফিতরে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার ব্যাপক চাহিদা রয়েছে। রাজস্ব ফাঁকির মাধ্যমে অধিক মুনাফার উদ্দেশ্যে পণ্যচালানটি আমদানি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্বল্প মূল্যের সোডা অ্যাশের পরিবর্তে মিথ্যা ঘোষণায় উচ্চ মূল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আমদানি করায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা মানি লন্ডারিং করা হয়েছে। এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হবে।

বিজনেস আওয়ার/১১ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: