বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে। এসব সভায় কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।
বুধবার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্ষদ সভার তারিখ ঘোষনা করা কোম্পানিগুলো হলো- এমবি ফার্মাসিউটিক্যালস, আর্গন ডেনিমস, ইভেন্স টেক্সটাইল, রহিম টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, জেমিনি সি ফুড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বাংলাদেশ এবং দেশবন্ধু পলিমার।
এদের মধ্যে এমবি ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা আগামী ১৬ এপ্রিল দুপুর ২টায়, আর্গন ডেনিমসের আগামী ১৬ এপ্রিল দুপুর ২টায় , ইভেন্স টেক্সটাইলের আগামী ১৬ এপ্রিল বিকেল ৩টায়, রহিম টেক্সটাইলের আগামী ১৭ এপ্রিল দুপুর ১টা ৪৫ মিনিটে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আগামী ১৭ এপ্রিল দুপুর ৩টায়, প্রাইম ব্যাংকের আগামী ১৭ এপ্রিল দুপুর ২টা ৫ মিনিটে, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিটের আগামী ১৭ এপ্রিল দুপুর ৩টা ৩০ মিনিটে, জেমিনি সি ফুডের আগামী ১৭ এপ্রিল দুপুর ২টায়, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আগামী ১৭ এপ্রিল দুপুর ৩টা ৩০ মিনিটে, সিঙ্গার বাংলাদেশের আগামী ১৮ এপ্রিল সকাল সাড়ে ৮টায় এবং দেশবন্ধু পলিমারের আগামী ১৮ এপ্রিল দুপুর ৩টায় শুরু হবে।
বিজনেস আওয়ার/১২ এপ্রিল, ২০২৩/এএইচএ/এমএজেড