বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা ইপিজেডস্থ রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের ফ্যাক্টরী পরিদর্শন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ আশুলিয়া, ঢাকার পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন এবং ওসি, ইন্টেলিজেন্স মো. আব্দুল্লাহ আল মামুন। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে তারা এ পরিদর্শন করেন।
এসময় রিং শাইন টেক্সটাইলসের কোম্পানী সচিব অনিরুদ্ধ পিয়াল, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ব্যবস্থাপক মো. তোফায়েল আহমেদসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তা পুলিশ সুপার মহোদয়কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
কোম্পানী সচিব পুলিশ সুপার মহোদয়কে কোম্পানীর বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনকালে তাঁরা ফ্যাক্টরীর বিভিন্ন উৎপাদন ফ্লোর ঘুরে দেখেন। এসময় শ্রমিকদের সাথে কুশলাদি বিনিময় করেন। ফ্যাক্টরী পরিদর্শন শেষে পুলিশ সুপার কর্মকর্তা এবং শ্রমিকদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা বিনিময় করে সন্তুষ্ট চিত্তে ফ্যাক্টরী ত্যাগ করেন।
বিজনেস আওয়ার/১২ এপ্রিল, ২০২৩/এমএজেড