বিজনেস আওয়ার প্রতিবেদক: চিকিৎসা সেবায় ব্যাপক অনিয়ম দেখা গেলেও এখনো মহান পেশা হিসেবে এটির নাম সবার উপরে। বানিজ্যিকের প্রভাবে চিকিৎসার ব্যয় জোগাতে বর্তমানে সাধারন মানুষ হিমশিম খাচ্ছে। সুস্থভাবে বেঁচে থাকতে নিজের শেষ সম্বল বিক্রি করে অনেকেই চিকিৎসা চালিয়ে যাচ্ছে। আবার অনেকে চিকিৎসার ব্যয় জোগাতে না পেরে দিনদিন স্বাস্থ্য আরো ঝুঁকিতে নিয়ে যাচ্ছে। এমন কঠোর বাস্তবতায় অসহায় রোগীদের ফ্রিতে সেবা দিয়ে যাচ্ছেন প্রসূতিবিদ্যা, স্ত্রীরোগ, বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: শাহনাজ পারভীন জেবা। তিনি কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক।
অসহায় মানুষকে ফ্রিতে চিকিৎসা দেবার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক তিনি লিখেন, চৌদ্দগ্রামের মধ্যে যে বোনেরা অর্থের অভাবে গাইনি ডাক্তার দেখাতে পারছেন না, আপনারা কোন সংকোচ ছাড়াই আমার চেম্বারে চলে আসবেন।
ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে স্বাস্থ্য বিষয়ে ডা: শাহনাজ পারভীন জেবা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেছেন। ওইসব পোস্ট গুলোতে তিনি লিখেছেন, গর্ভাবস্থায় পেটে ব্যথা কেনো হয় ও করণীয়, গর্ভাবস্থায় কি করনীয়, গর্ভাবস্থায় রোজা রাখলে কি করণীয়, নরমাল ডেলিভারির জন্য কি করনীয় ইত্যাদি। অসহায় মানুষেদের ফ্রিতে চিকিৎসাসহ যেসকল মানুষের অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না তাদের সহযোগিতা করার আহবান করছেন ওই পোস্টগুলোতে।
যেসব রোগের চিকিৎসা তিনি করছেন, সেগুলো হলো- গর্ভাবস্থায় পরামর্শ; মহিলাদের সাদাস্রাব ও পিরিয়ডে অতিরিক্ত রক্তক্ষরন; বন্ধ্যাত্ব (অনেক বছর যাবৎ বাচ্চা হয় না); গর্ভকালীন সময়ে জ্বর, মাথা ব্যাথা, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা হলে; তলপেটে প্রচন্ড ব্যাথা হলে; দুর্গন্ধযুক্ত স্রাব এর চিকিৎসা; প্রস্রাবে অতিরিক্ত জ্বালাপোড়া; গর্ভকালীন সময়ে অতিরিক্ত বমি হলে; গর্ভাবস্থায় বাচ্চার নরাচরা কম হলে; প্রসব পর্ববর্তী সময়ে শরীরে পানি আসলে; প্রসব সময়ের আগে পানি ভাংলে এবং খিঁচুনী হলে; মহিলাদের জরায়ুর সমস্যা; গর্ভবতী হওয়ার পরে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া।
এদিকে দুর্ভাগ্য হলেও সত্য যে, বর্তমানে পত্র পত্রিকায় চিকিৎসার ওপর যেসব খবর প্রকাশিত হচ্ছে, তা পড়ে গা শিউরে ওঠে। ডাক্তারদের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। অপারেশন করেও রোগী সুস্থ হননি, বরং অবস্থার অবনতি। অপারেশনের পর রোগীর পেটে গজ-ব্যান্ডেজ এমনকি কাঁচি রেখেই সেলাই, রোগীর সঙ্গে ডাক্তারের দুর্ব্যবহার। আমরা ইলেক্ট্রনিক প্রচার মাধ্যমে দেখেছি। বিভিন্ন হাসপাতালে রোগীর সঙ্গে ডাক্তারের অপ্রত্যাশিত আচরণ তো আছেই। কিন্তু এতো কিছু অভিযোগের মাঝেও নীরবে কাজ করে যাওয়া সাদা মনের মানুষদের জন্যেই হয়তো এই মহান পেশার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা বেড়েই চলেছে। তেমনই একজন সাদা মনের মানুষ ডা: শাহনাজ পারভীন জেবা বলে জানিয়েছে এলাকাবাসী।
বিজনেস আওয়ার/১৩ এপ্রিল, ২০২৩/এমএজেড