বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। লেনদেন পরিমান ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে। শেয়ার ক্রয়ের চাপ বেড়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৪১৪ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১ দশমিক ৯৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৪৭ দশমিক ৫১ পয়েন্টে এবং ২ হাজার ২০১ দশমিক ৯৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৮টি এবং কমেছে ৪৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯৪টির। এদিন ডিএসইতে আমরা নেটওয়ার্কসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন আমরা নেটওয়ার্কসের ৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ২৫ কোটি ৬৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৫ কোটি ২৭ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ২২ কোটি ৫৮ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২১ কোটি ৬৫ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২০ কোটি ৯২ লাখ টাকা, এপেক্স ফুটওয়্যারের ১৯ কোটি ৪৭ লাখ টাকা, আরডি ফুডের ১৬ কোটি ৬ লাখ টাকা, ইউনিক হোটেলের ১৫ কোটি ৭২ লাখ টাকা এবং জেমিনি সীর ১০ কোটি ৯৩লোখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬ কোটি ৯১ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ৭ কোটি ১৪ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১০৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭টি, কমেছে ১৯টি এবং পরিবর্তন হয়নি ৫২টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩১ দশমিক ২৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ২৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৭ দশমিক ৫১ পয়েন্ট, সিএসসিএক্স ১৭ দশমিক ২৮ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ৮৩ পয়েন্টে, ১৩ হাজার ৪২৮ দশমিক ১৬ পয়েন্টে, ১০ হাজার ৯৮৮ পয়েন্টে এবং ১ হাজার ১৫১ দশমিক ৪৩ পয়েন্টে।
এদিন সিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বেক্সিমকোর ২ কোটি ৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসি ফাইন্যান্সের ৩৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩০ লাখ টাকা, আরডি ফুডের ২৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৩ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ২৩ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ২৩ লাখ টাকা এবং লিগ্যাসি ফুটওয়্যারের ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৩ এপ্রিল, ২০২৩/এমএজেড