বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে জাপানে রোড শো করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী বৃহস্পতিবার ওয়েস্টিন বলরুম টোকিওতে “দ্য রাইজ অব দ্য বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ” শিরোনামের রোড শো অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোড শোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। রোড শোর মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ও জাপান উভয় দেশের বিশিষ্ট ব্যক্তি, প্রতিনিধি, বিনিয়োগকারী সহ ব্যবসায়ী নেতাদের একত্রিত করবে।
জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করবে। এতে উপস্থিত থাকবে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন সেক্টরের সংশ্লিষ্টরা থাকবে। এর আগে বিএসইসি ইতিমধ্যে দুবাই, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, কাতার সহ বেশ কয়েকটি দেশে রোড শো সম্পন্ন করেছে।
বিজনেস আওয়ার/২৪ এপ্রিল, ২০২৩/এমএজেড