আন্তর্জাতিক ডেস্ক: শাড়ি, নারী জাতির অন্যতম পছন্দের পোশাক। নারীরা সবসময় চান বেঁছে দেখে-শুনে নিজের পছন্দের শাড়ি কিনতে। তবে এক শাড়ি যদি দুই জনের পছন্দ হয়ে যায়! তাহলে বাঁধতে পারে বিপত্তি, হয়ে যেতে পারে মারামারি ও হাতাহাতি।
এমনই ঘটনা ঘটেছে ভারতের ব্যাঙ্গালুরুতে। যেখানে একটি শাড়ি নিয়ে মারামারি ও চুলোচুলিতে জড়িয়েছিলেন দুই নারী। ব্যাঙ্গালুরুর মাল্লেশরমে একটি দোকানে শাড়ির ওপর ছাড় দেওয়া হয়। সেখানেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রথমে দুই নারী তর্কাতর্কি করছেন, এরপর একে-অপরের গায়ে হাত দেন। শেষের দিকে চুল ধরে টানাটানি শুরু করেন তারা। পাশে থাকা নিরাপত্তারক্ষী তাদের সামলানোর চেষ্টা করেন। তবে পাশে অন্য যেসব নারী ছিলেন তারা এই মারামারির দিকে নজর না দিয়ে পছন্দের শাড়ি দেখতে থাকেন।
টুইটারে আরবৈধ্য২০০০ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রথমে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, ‘মায়সোরের শাড়ির বার্ষিক বিক্রি… দুই কাস্টমার একটি শাড়ি নিয়ে মারামারি করছে।’
টুইটারে প্রকাশের পরই ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। অনেকে এটি নিয়ে হাসি-তামাশা ও ঠাট্টা করেছেন।
একজন লিখেছেন, ‘কী হচ্ছে সেদিকে না তাকিয়ে যারা কেনাকাটা করছেন তাদের পছন্দ হয়েছে, হট্টগোলের দিকে কোনো মনোযোগ নেই।’
https://twitter.com/rvaidya2000/status/1649996551174098945/video/1
আরেকজন লিখেছেন, ‘শাড়ি শুধুমাত্র একটি কাপড়ের টুকরো নয়, এটি আবেগ।’
অপর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘তাদের শাড়ির কি চাহিদা এই দৃশ্য তাই প্রমাণ করছে। এই ভিডিও বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে পারবে তারা।’
মজা করে আরেকজন লিখেছেন, ‘এই দেশে, আমাদের এমন মানুষ আছে যারা জমি, অর্থ ও শাড়ি নিয়ে লড়াই করে।’
সূত্র: এনডিটিভি
বিজনেস আওয়ার/২৫এপ্রিল, ২০২৩/এএইচএ