ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটে ফিরছেন যুবরাজ!

  • পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • 133

স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেছিলেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। তবে গত কয়েক মাস ধরে পাঞ্জাবের তরুণদের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলেছেন। সেখানে ব্যাট ধরে তার মনে হয়েছে, এখনও ভালোই ব্যাটে বল আসছে। তাই আবার তিনি ক্রিকেটের প্রতি ভালোবাসা ফিরে পেয়েছেন।

অনুশীলন ম্যাচগুলোতে পান রানের দেখা। তখন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পুনিত বালি তাকে অবসর ভেঙে ফেরার প্রস্তাব দেন। শুরুতে দ্বিধায় থাকলেও কয়েক সপ্তাহ ধরে ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। এ বিষয়ে এরই মধ্যে ৩৮ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটিং অলরাউন্ডার ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠিও দিয়েছেন।

যুবরাজ বলেছেন, যদি পাঞ্জাবের হয়ে আবার খেলার সুযোগ পান, তাহলে দেশের বাইরে খেলার আর চেষ্টা করবেন না। ‘বিষয়টি এখন যেমন মনে হচ্ছে, যদি অনুমতি পাই আমি শুধু টি-২০ ক্রিকেট খেলতে পারি। কিন্তু কে বলতে পারে কী হবে, দেখা যাক! তবে পাঞ্জাবকে একবার অন্তত শিরোপা জেতানোর খুব ইচ্ছে জেগেছে পাঞ্জাব-পুত্রের।

যুবরাজ গত সপ্তাহে বোর্ডকে চিঠি লিখলেও এখনও উত্তর পাননি তিনি। তবে চিঠিতে তিনি জানিয়ে দিয়েছে, তার প্রধান লক্ষ্য পাঞ্জাবের হয়ে আবার ক্রিকেট খেলা। টি-২০ লিগ খেলার জন্য জোর দিয়ে বোর্ডকে কিছু বলেননি যুবরাজ। বোর্ডের অনুমতি পেলেই যুবরাজ আবার ফিরতে পারবেন ক্রিকেটে।

যুবরাজ সিং ভারতের হয়ে ৩০৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৮৭০১ রান করেছেন, বাঁহাতি স্পিনে নিয়েছেন ১১১ উইকেট। খেলেছেন ৪০ টেস্ট ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচও। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। এরপর জাতীয় দলে আর জায়গা হয়নি তার। এরপর ২০১৯ সালে বিশ্বকাপ চলাকালীন সময়ে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

বিজনেস আওয়ার/১০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্রিকেটে ফিরছেন যুবরাজ!

পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেছিলেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। তবে গত কয়েক মাস ধরে পাঞ্জাবের তরুণদের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলেছেন। সেখানে ব্যাট ধরে তার মনে হয়েছে, এখনও ভালোই ব্যাটে বল আসছে। তাই আবার তিনি ক্রিকেটের প্রতি ভালোবাসা ফিরে পেয়েছেন।

অনুশীলন ম্যাচগুলোতে পান রানের দেখা। তখন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পুনিত বালি তাকে অবসর ভেঙে ফেরার প্রস্তাব দেন। শুরুতে দ্বিধায় থাকলেও কয়েক সপ্তাহ ধরে ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। এ বিষয়ে এরই মধ্যে ৩৮ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটিং অলরাউন্ডার ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠিও দিয়েছেন।

যুবরাজ বলেছেন, যদি পাঞ্জাবের হয়ে আবার খেলার সুযোগ পান, তাহলে দেশের বাইরে খেলার আর চেষ্টা করবেন না। ‘বিষয়টি এখন যেমন মনে হচ্ছে, যদি অনুমতি পাই আমি শুধু টি-২০ ক্রিকেট খেলতে পারি। কিন্তু কে বলতে পারে কী হবে, দেখা যাক! তবে পাঞ্জাবকে একবার অন্তত শিরোপা জেতানোর খুব ইচ্ছে জেগেছে পাঞ্জাব-পুত্রের।

যুবরাজ গত সপ্তাহে বোর্ডকে চিঠি লিখলেও এখনও উত্তর পাননি তিনি। তবে চিঠিতে তিনি জানিয়ে দিয়েছে, তার প্রধান লক্ষ্য পাঞ্জাবের হয়ে আবার ক্রিকেট খেলা। টি-২০ লিগ খেলার জন্য জোর দিয়ে বোর্ডকে কিছু বলেননি যুবরাজ। বোর্ডের অনুমতি পেলেই যুবরাজ আবার ফিরতে পারবেন ক্রিকেটে।

যুবরাজ সিং ভারতের হয়ে ৩০৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৮৭০১ রান করেছেন, বাঁহাতি স্পিনে নিয়েছেন ১১১ উইকেট। খেলেছেন ৪০ টেস্ট ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচও। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। এরপর জাতীয় দলে আর জায়গা হয়নি তার। এরপর ২০১৯ সালে বিশ্বকাপ চলাকালীন সময়ে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

বিজনেস আওয়ার/১০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: