ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় ডাকাতি, ধাওয়া করে ধরলো নৌপুলিশ

  • পোস্ট হয়েছে : ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • 67

বিজনেস আওয়ার প্রতিবেদক: পদ্মা নদীতে ট্রলারে ডাকাতি করে পালানোর সময় অস্ত্র ও ১৫ লাখ টাকাসহ সাত ডাকাতকে আটক করেছে নৌপুলিশ।

মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ৭টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার বাঘাইকান্দি গ্রামের বিভিন্ন বাড়ি থেকে তাদের আটক করা হয়। ডাকাতরা হলেন, শরীয়তপুর জেলার মো. রহমান (৩৮), পিতা মো. মোবারক, শরীয়তপুর মো.এবাদুল (৩৫), পিতা মৃত রকমত আলী বেপারী, চাঁদপুরের মো.তাইজুল (২৭), পিতা মৃত আজম বেপারী, মুন্সীগঞ্জের মো. মহসীন (৩০), পিতা মো. সাহাবউদ্দিন, মুন্সীগঞ্জের লৌহজংয়ের মো. মেহেদী (২৫), পিতা মো. মোতালেব, মুন্সীগঞ্জের মো. শিহাব মোসলেম (২২), পিতা মো. চুন্নু দেওয়ান ও নারায়নগঞ্জের মো. শাহিন (৩৫), পিতা মৃত রফিক বেপারী।

তারা রাজবাবাড়ীর দৌলতদিয়াঘাট এলাকায় ডাকাতি করে পালিয়ে যাচ্ছিল। এ সময় তাদের পিছু নিয়ে মুন্সিগঞ্জে এসে আটক করা হয় বলে জানিয়েছে নৌপুলিশ। ডাকাতদের কাছ থেকে অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ নগদ টাকা ও স্পিডবোট জব্দ করা হয়।

নৌপুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে ২০ জন ডাকাতির পরিকল্পনা করে মুন্সিগঞ্জের মাওয়াঘাট থেকে একটি ২০০ হর্সপাওয়ারের স্পিডবোট নিয়ে আরিচা ঘাটে রওনা হয়। আরিচা ঘাটে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে পৌঁছে তারা একটি গরুর ট্রলারে ডাকাতি করে।

ডাকাতির খবর পেয়ে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ডাকাতদের ধাওয়া করেন। ডাকাতরা মাওয়ার দিকে এসে তারা কলিকালের কাল হয়ে ঢুকে মেঘনা নদীতে চলে আসে। ধাওয়া দেওয়ায় ডাকাতরা পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে তারা মেঘনা নদী থেকে মুন্সিগঞ্জের ভেতর খাল হয়ে ঢুকে যায়। পরে বাঘাইকান্দি পৌঁছে তারা স্পিডবোট রেখে গ্রামে ঢুকে পড়ে। এ সময় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় ৭ জনকে আটক করা হয়।

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান আল মামুন জানান, চারটি পাইপগান, দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত স্পিডবোট জব্দ করা হয়েছে। একইসঙ্গে ডাকাতিতে খোয়া যাওয়া ১৫ লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ২০ জনের মধ্যে ৭ জনকে আটক করা হয়েছে, বাকি ১৩ জনকে আটকের চেষ্টা চলছে। আটককৃতদের মুন্সীগঞ্জ সদর থানায় নিয়ে আসা হচ্ছে।

বিজনেস আওয়ার/৩ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পদ্মায় ডাকাতি, ধাওয়া করে ধরলো নৌপুলিশ

পোস্ট হয়েছে : ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: পদ্মা নদীতে ট্রলারে ডাকাতি করে পালানোর সময় অস্ত্র ও ১৫ লাখ টাকাসহ সাত ডাকাতকে আটক করেছে নৌপুলিশ।

মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ৭টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার বাঘাইকান্দি গ্রামের বিভিন্ন বাড়ি থেকে তাদের আটক করা হয়। ডাকাতরা হলেন, শরীয়তপুর জেলার মো. রহমান (৩৮), পিতা মো. মোবারক, শরীয়তপুর মো.এবাদুল (৩৫), পিতা মৃত রকমত আলী বেপারী, চাঁদপুরের মো.তাইজুল (২৭), পিতা মৃত আজম বেপারী, মুন্সীগঞ্জের মো. মহসীন (৩০), পিতা মো. সাহাবউদ্দিন, মুন্সীগঞ্জের লৌহজংয়ের মো. মেহেদী (২৫), পিতা মো. মোতালেব, মুন্সীগঞ্জের মো. শিহাব মোসলেম (২২), পিতা মো. চুন্নু দেওয়ান ও নারায়নগঞ্জের মো. শাহিন (৩৫), পিতা মৃত রফিক বেপারী।

তারা রাজবাবাড়ীর দৌলতদিয়াঘাট এলাকায় ডাকাতি করে পালিয়ে যাচ্ছিল। এ সময় তাদের পিছু নিয়ে মুন্সিগঞ্জে এসে আটক করা হয় বলে জানিয়েছে নৌপুলিশ। ডাকাতদের কাছ থেকে অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ নগদ টাকা ও স্পিডবোট জব্দ করা হয়।

নৌপুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে ২০ জন ডাকাতির পরিকল্পনা করে মুন্সিগঞ্জের মাওয়াঘাট থেকে একটি ২০০ হর্সপাওয়ারের স্পিডবোট নিয়ে আরিচা ঘাটে রওনা হয়। আরিচা ঘাটে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে পৌঁছে তারা একটি গরুর ট্রলারে ডাকাতি করে।

ডাকাতির খবর পেয়ে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ডাকাতদের ধাওয়া করেন। ডাকাতরা মাওয়ার দিকে এসে তারা কলিকালের কাল হয়ে ঢুকে মেঘনা নদীতে চলে আসে। ধাওয়া দেওয়ায় ডাকাতরা পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে তারা মেঘনা নদী থেকে মুন্সিগঞ্জের ভেতর খাল হয়ে ঢুকে যায়। পরে বাঘাইকান্দি পৌঁছে তারা স্পিডবোট রেখে গ্রামে ঢুকে পড়ে। এ সময় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় ৭ জনকে আটক করা হয়।

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান আল মামুন জানান, চারটি পাইপগান, দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত স্পিডবোট জব্দ করা হয়েছে। একইসঙ্গে ডাকাতিতে খোয়া যাওয়া ১৫ লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ২০ জনের মধ্যে ৭ জনকে আটক করা হয়েছে, বাকি ১৩ জনকে আটকের চেষ্টা চলছে। আটককৃতদের মুন্সীগঞ্জ সদর থানায় নিয়ে আসা হচ্ছে।

বিজনেস আওয়ার/৩ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: