বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯০টির বা ৫৩.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে হাক্কানি পাল্পের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার হাক্কানি পাল্পের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৩.১০ টাকায়। আর বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১১৩.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০.৩০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে হাক্কানি পাল্প ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৯.৯২ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯.৯১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, বিকন ফার্মার ৭.৯৭ শতাংশ, এডিএন টেলিকমের ৭.৯২ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৭.৬৩ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৭.৫৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৬.৫৩ শতাংশ এবং মিরাকলের শেয়ার দর ৬.২৯ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/১০ সেপ্টেম্বর, ২০২০/এস