ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২০৪ কোটি মূল্যের হিরের হার পরে লাল গালিচায় প্রিয়াঙ্কা

  • পোস্ট হয়েছে : ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • 137

বিনোদন ডেস্ক: নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে সোমবার (১ মে) রাতে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন আয়োজন ‘মেট গালা’র আসরে আলো ছড়িয়েছেন হলিউড, বলিউডের তারকারা। এবারের আসরে কিংবদন্তি ডিজাইনার কার্ল লাগেরফেল্ডকে শ্রদ্ধা জানানো হয়েছে।

বিশ্বের প্রথম সারির সব তারকা আসেন এই অনুষ্ঠানে। প্রিয়াঙ্কা চোপড়া ভারতের প্রথম তারকা, যিনি ডাক পেয়েছেন এই অনুষ্ঠানে। তারপর দু’বার আমন্ত্রণ পান দীপিকা পাড়ুকোন।

এবার মেট গালায় অভিষেক ঘটল আলিয়া ভাটের। মেট গালার লাল গালিচায় প্রিয়াঙ্কা ও আলিয়া, ভারতের দুই তারকার সাজই নজর কেড়েছে আলোকচিত্রীদের। আলিয়ার মুক্তা বসানো গাউনে যেমন চমক রয়েছে, তেমনই নজরকাড়া প্রিয়াঙ্কার গলার হীরার হার। মেট গালার অনুষ্ঠানের পর নিলামে উঠছে বুলেগেরিয়ান হীরার এই হার। কত টাকায় এটি বিক্রি হবে, শুনলে বিস্মিত হবেন।

শিকলের মতো নকশা, ছোট ছোট ছোট হীরার সমন্বয়ে তৈরি এই হার। মাঝে বড় লকেট প্রায় ১১ ক্যারেটের হীরা দিয়ে তৈরি এই হারের মূল্য প্রায় ২০৪ কোটি টাকা। তবে অভিনেত্রীর পরনে ছিল নামী পোশাক সংস্থা ভ্যালেন্টিনোর হাই স্লিট কালো গাউন।

মেট গালার মঞ্চে প্রিয়াঙ্কাকে দেখা গেছে স্বামী নিক জোনাসের সঙ্গে। প্রিয়াঙ্কার সঙ্গে সামঞ্জস্য রেখে নিক জোনাস পরেছিলেন কালো চামড়ার ব্লেজার, সাদা শার্ট, কালো স্ট্রেট ফিট প্যান্ট আর কালো টাই।

বিজনেস আওয়ার/৩ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দূর্নীতিগ্রস্থ বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

২০৪ কোটি মূল্যের হিরের হার পরে লাল গালিচায় প্রিয়াঙ্কা

পোস্ট হয়েছে : ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

বিনোদন ডেস্ক: নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে সোমবার (১ মে) রাতে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন আয়োজন ‘মেট গালা’র আসরে আলো ছড়িয়েছেন হলিউড, বলিউডের তারকারা। এবারের আসরে কিংবদন্তি ডিজাইনার কার্ল লাগেরফেল্ডকে শ্রদ্ধা জানানো হয়েছে।

বিশ্বের প্রথম সারির সব তারকা আসেন এই অনুষ্ঠানে। প্রিয়াঙ্কা চোপড়া ভারতের প্রথম তারকা, যিনি ডাক পেয়েছেন এই অনুষ্ঠানে। তারপর দু’বার আমন্ত্রণ পান দীপিকা পাড়ুকোন।

এবার মেট গালায় অভিষেক ঘটল আলিয়া ভাটের। মেট গালার লাল গালিচায় প্রিয়াঙ্কা ও আলিয়া, ভারতের দুই তারকার সাজই নজর কেড়েছে আলোকচিত্রীদের। আলিয়ার মুক্তা বসানো গাউনে যেমন চমক রয়েছে, তেমনই নজরকাড়া প্রিয়াঙ্কার গলার হীরার হার। মেট গালার অনুষ্ঠানের পর নিলামে উঠছে বুলেগেরিয়ান হীরার এই হার। কত টাকায় এটি বিক্রি হবে, শুনলে বিস্মিত হবেন।

শিকলের মতো নকশা, ছোট ছোট ছোট হীরার সমন্বয়ে তৈরি এই হার। মাঝে বড় লকেট প্রায় ১১ ক্যারেটের হীরা দিয়ে তৈরি এই হারের মূল্য প্রায় ২০৪ কোটি টাকা। তবে অভিনেত্রীর পরনে ছিল নামী পোশাক সংস্থা ভ্যালেন্টিনোর হাই স্লিট কালো গাউন।

মেট গালার মঞ্চে প্রিয়াঙ্কাকে দেখা গেছে স্বামী নিক জোনাসের সঙ্গে। প্রিয়াঙ্কার সঙ্গে সামঞ্জস্য রেখে নিক জোনাস পরেছিলেন কালো চামড়ার ব্লেজার, সাদা শার্ট, কালো স্ট্রেট ফিট প্যান্ট আর কালো টাই।

বিজনেস আওয়ার/৩ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: