বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. ইমতিয়াজ নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল পৌনে ৯টায় ধানমন্ডি লেকে একটি মরদেহ ভাসমান অবস্থায় আছে বলে সংবাদ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লেকের পানি থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মৃত ব্যক্তির নাম ইমতিয়াজ। তিনি একজন ফার্মাসিস্ট। এ বিষয়ে আরও তথ্য জানতে তদন্ত চলছে।
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিজনেস আওয়ার/৮ মে, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: